ওমরগণি এমইএস কলেজে ওরিয়েন্টেশন

| শুক্রবার , ২৯ অক্টোবর, ২০২১ at ৬:৩৬ পূর্বাহ্ণ

ওমরগণি এম. ই. এস. কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে বিবিএ (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন কলেজের ব্যবসায় প্রশাসন ভবন মিলনায়তনে গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয়। হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বাহার উদ্দিন মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম। আলোচনায় অংশ নেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম সিদ্দিকী, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. আয়ুব ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন। মিনু আরা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোর্স কো-অর্ডিনেটর জেসমিন আকতার, কোর্স কো-অর্ডিনেটর শাহানা ইয়াসমিন, কোর্স কো-অর্ডিনেটর সৈয়দা ফারহানা জাহান। বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ মোরশেদ হোসেন, বিপ্লব সূত্রধর, অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী ফারজানা হোসেন ও ইতিহাস বিভাগের প্রভাষক ফারহানা গুলজার প্রমুখ।
প্রধান অতিথি বলেন, অনার্স কোর্স তথা বিশেষয়ায়িত শিক্ষার মাধ্যমে আমরা আলোকিত মানুষ গড়তে চাই। প্রধান মন্ত্রীর নেতৃত্বে দেশের ঈর্ষনীয় সাফল্যের কথা উল্লেখে করে তিনি বলেন, বিশ্বের সাথে নিজেকে উপযোগী করে গড়ে তোলার জন্য শিক্ষা ও জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিক লীগ মহানগর ও পার্বত্য জেলার মানববন্ধন
পরবর্তী নিবন্ধজলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি বন্ধ করার সিদ্ধান্ত চাই