জলবায়ু এবং ক্ষতিপূরণ প্রসঙ্গে

| বৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর, ২০২০ at ৬:১২ পূর্বাহ্ণ

জলবায়ু পরিবর্তনে সারাবিশ্বই এখন ঝুঁকির মধ্যে অবস্থান করছে। বিশেষত এর ফলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের পরিস্থিতি হয়ে পড়বে আশঙ্কাজনক। জলবায়ু পরিবর্তন রোধে সারা বিশ্বের মানুষের মধ্যে যে সচেতন মনোভাব তৈরি হচ্ছে তা আশাব্যঞ্জক। তবে এর জন্য যাদের সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে বেশি জরুরি সেই শিল্পোন্নত দেশগুলো যদি শুধু নিজেদের স্বার্থের কথা না ভেবে পুরো বিশ্বের কথা ভাবে তবে এখনো সম্ভব জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ করা, সম্ভব সবুজ এ গ্রহটির বৈচিত্র্যময় জীবন এবং জীবিকার উপায়কে বাঁচিয়ে রাখা। ধনী দেশগুলোর কার্বন ডাই অঙাইড নির্গমনে যে হারে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে চলছে তার বিপরীতে দরিদ্র দেশগুলো সামান্য অর্থ দিয়ে নিজেদের রক্ষা করতে পারবে না। তাই-ক্লাইমেট চেঞ্চের জন্য দায়ী দেশগুলোর উচিত বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়া। কারণ প্রতিবছর গরিব এ দেশগুলোকে বাজেটের একটি বড় অংশ খরচ করতে হয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়। প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করে ধনী দেশগুলো বেঁচে থাকতে পারলেও গরিব দেশগুলো পারবে না। তাই জলবায়ু পরিবর্তন রোধে সবার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। প্রয়োজন উন্নত দেশগুলোর উপর চাপ সৃষ্টি করা।
-এম.এ. গফুর, বলুয়ার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়, কোরবাণীগঞ্জ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধআনওয়ার আহমদ : সমাজ বাস্তবতার শিল্পী
পরবর্তী নিবন্ধজীবন খাতায় সব শূন্য আজি