নগরের হালিশহর থানার মাইজপাড়া এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মিলাদ প্রকাশ জলদস্যু মিলাদকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাব–৭। তার বিরুদ্ধে সন্দ্বীপ থানায় নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাচেষ্টাসহ সাতটি মামলা রয়েছে।
গতকাল মঙ্গলবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেলে মিলাদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, সন্দ্বীপ উপজেলায় নারী নির্যাতন, ধর্ষণ, ডাকাতি, চুরি, মাদকসহ বিভিন্ন অপকর্মের মূল হোতা ছিল। সে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যা চেষ্টার ওয়ারেন্টভুক্ত ও হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় পরিচয় লুকিয়ে আত্মগোপন করেছিল মিলাদ। সর্বশেষ নগরের হালিশহর এলাকায় দোকানদারের আড়ালে আত্মগোপন করে ছিল।