জরিমানা ও বকেয়াসহ ২ লাখ ৩৬ হাজার টাকা আদায়

চসিকের ভ্রাম্যমাণ আদালত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ জুন, ২০২২ at ৮:৩৩ পূর্বাহ্ণ

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ দুই লাখ ৩৬ হাজার ২০৫ টাকা আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল বুধবার পরিচালিত পৃথক অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর জানান, রাজস্ব সার্কেল-৫ এর আওতাধীন জিইসি মোড়ের সেন্ট্রাল প্লাজা মার্কেটে পরিচালিত অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ এক লাখ ১৪ হাজার ২৩০ টাকা, আয়কর বাবদ ৬৩ হাজার টাকা, ভ্যাট বাবদ ১৫ হাজার ৯৭৫ টাকা আদায় করা হয়।
অপর অভিযানে পাঁচলাইশ হিলভিউ আবাসিক এলাকায় অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রেখে
জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া চসিকের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়েরকৃত মামলায় দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধইভিএমে ‘ভালো’ ভোট হয়েছে : সিইসি
পরবর্তী নিবন্ধস্যানডর ডায়ালাইসিসের অবহেলায় বৃদ্ধার মৃত্যুর অভিযোগ স্বজনদের