আমার পুর্নজন্মের জীবনে তোমার শোকভরা কথা শুনবো!
কমলা রাঙা রোদ নিয়ে জীবন থেকে হারিয়ে গেছে যে রংরাং পাখি–
তাকে সমুদ্র দেখতে নিষেধ করো!।
পাহাড়ের ওপারে যে চাঁদ কালো চোখে গ্রহণ রেখে গেছে
আমি নিঃশব্দে সেই চাঁদটাতে পুড়ি
নিঃস্তব্দ শশ্মানে।
জুয়েল বড়ুয়া বাপ্পু | শুক্রবার , ২৯ মার্চ, ২০২৪ at ৬:১০ পূর্বাহ্ণ