দেশের জনস্বাস্থ্য সমস্যা সমাধানের লক্ষ্যে অনেক বেশি গবেষণা প্রয়োজন। এক্ষেত্রে গবেষণার প্রশিক্ষণ, গবেষকদের মধ্যে নেটওয়ার্ক তৈরি ও নতুন প্রকল্প পরিকল্পনার কোনো বিকল্প নেই। এমন অভিমত ব্যক্ত করলেন গতকাল শনিবার দিনব্যাপী ‘জনস্বাস্থ্য গবেষণা পদ্ধতি’ শীর্ষক কর্মশালার প্রশিক্ষক ও অতিথিবৃন্দ। চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস), এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন সেন্টার ফর টিচিং অ্যান্ড স্কলারশিপ, ডিজিজ বায়োলজি অ্যান্ড মলিকুলার বায়োলজি রিসার্চ গ্রুপ এবং নেদারল্যান্ডের উট্রেচট ইউনিভার্সিটির উদ্যোগে কর্মশালার উদ্বোধন করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ডিন অধ্যাপক ড. বীণা খুরানা। উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন চমেক ডায়বেটিস ও হরমোন রোগ বিভাগের প্রধান ডা. ফারহানা আকতার। বক্তব্য দেন, চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির সহসভাপতি ইকবাল হোসেন নাফিস, সম্পাদক আতকিয়া সুবাত এবং যুগ্ম সম্পাদক তানজিলুর রহমান নাইম। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পাবলিক হেলথ বিভাগের শিক্ষক ড. নাজমুল আলম, ড. মহিউদ্দিন আহসান কবির, চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক ড. আদনান মান্নান ও নেদারল্যান্ডের উট্রেচট ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের শিক্ষক ড. জয়েস ব্রাউন। সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন চমেকের প্রাক্তন অধ্যক্ষ ডা. সেলিম জাহাঙ্গীর, বিশেষ অতিথি ছিলেন চমেবির ডেপুটি ডিরেক্টর ডা. বিদ্যুৎ বড়ুয়া।
আরও বক্তব্য দেন, সিইউআরএইচএসের মডারেটর ড. আদনান মান্নান, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষক ড. নাজমুল আলম এবং সিইউআরএইচএসের কর্মকর্তা তানজিনা আকতার তুলি, কাবেরি দাশ ও আহনাফ সাফিন।
কর্মশালায় চমেক, চবি, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, ইউএসটিসি, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ, ইউসিটিসি, সিভাসু চট্টগ্রামসহ ১৫ টি প্রতিষ্ঠানের ১১০ শিক্ষার্থী, চিকিৎসক ও গবেষক অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।