হাটহাজারীতে অভিযান, সেগুন কাঠ জব্দ

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৬ মার্চ, ২০২২ at ৮:৩১ পূর্বাহ্ণ

হাটজারীতে অভিযান পরিচালনা করে ২৬ টুকরো অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত শুক্রবার দিবাগত রাতে ধলই ইউনিয়ন ৭নং ওয়ার্ড এলাকা থেকে এসব কাঠ জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম জানান, গত শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধলই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে ২৬ টুকরো সেগুন কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠ ইউপি চেয়ারম্যান আবুল মনসুর ও ৭নং ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলমের মাধ্যমে বনবিভাগের জিম্মায় দেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বনবিভাগের নির্দেশনা প্রদান করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধবর্জ্যের হাট কিনে নিলেন রাউজান পৌর মেয়র
পরবর্তী নিবন্ধজনস্বাস্থ্য সমস্যা সমাধানের লক্ষ্যে বেশি গবেষণা প্রয়োজন