জনসমাগমস্থলে ধূমপান বন্ধ করা হোক

| মঙ্গলবার , ২৭ ডিসেম্বর, ২০২২ at ৭:৫৭ পূর্বাহ্ণ

 

আজকাল ঘর থেকে বেরিয়ে চারপাশে তাকালেই দেখা যায় অবাধে চলছে ধূমপান। দেশের যেকোনো স্থানে, শহর, গ্রাম, স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়, বাস স্ট্যান্ড সর্বত্র প্রকাশ্যে চলে ধূমপান। বিংশ শতাব্দীতে ধূমপানের ফলো প্রায় দশ কোটি ব্যক্তির মৃত্যু ঘটেছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, ধূমপান শুধু ধূমপায়ীদের জন্যই নয়, অধূমপায়ীদের জন্য ক্ষতিকারক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, পরোক্ষ ধূমপানের কারণে বছরে ১২ লক্ষেরও অধিক মানুষের মৃত্যু হয়। তামাকের ধোঁয়ায় ৭০ টি ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ বিদ্যমান। ধূমপানের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় নারী ও শিশু। বর্তমানে শিক্ষার্থীদের মধ্যেও তামাকের অবাধ প্রচলন লক্ষণীয় । যা ভবিষ্যৎ প্রজন্মকে ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। অথচ এভাবে প্রকাশ্যে ধূমপানের জন্য রয়েছে আইন। এ নিয়ে মাথা ব্যথা নেই কারোরই। বাংলাদেশের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে জনসমাগমস্থলে ধূমপানের জরিমানার পরিমাণ ৩০০ টাকা নির্ধারণ করা হয়। আইনপ্রয়োগকারী প্রতিষ্ঠানসমূহের দায়িত্বহীনতায় বর্তমানে এটি শুধু বই পুস্তকের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর সুযোগ নিচ্ছে জনতাও। অতএব, সর্বত্র ধূমপানের ক্ষতিকর দিকসমূহ সবার সামনে তুলে ধরে ও এর ভিত্তি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

জান্নাতুল ফেরদৌস সায়মা

শিক্ষার্থী,

আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধসোহরাব হোসেন : নজরুল সংগীতশিল্পী
পরবর্তী নিবন্ধবাংলাদেশের প্রাচীনতম গির্জা