ছয় ব্যক্তিকে ২৩০০ টাকা জরিমানা

চসিকের অভিযান

আজাদী প্রতিবেদন | সোমবার , ১২ জুলাই, ২০২১ at ২:১৪ অপরাহ্ণ

স্বাস্থ্যবিধি ও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় নগরে ছয় ব্যক্তিকে ২৩০০ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে পাহাড়তলী থানার সাগরিকা রোডে অবৈধভাবে বসা একটি কোরবানির পশুরহাটও উচ্ছেদ করা হয়। গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর বলেন, সাগরিকা রোড, বিসিক শিল্প এলাকা, সাগরিকা শিল্প এলাকা, অলংকার মোড়, এ কে খান মোড়, পিসি রোড মোড় ও ডিটি রোড এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। এ সময় পথচারীর মাঝে মাস্ক বিতরণের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসবজি বিক্রেতার টাকা ও মোবাইল ছিনতাইয়ে দুই যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ভিএফএস চালু রাখতে পররাষ্ট্র মন্ত্রীকে নওফেলের চিঠি