ছয় দফার ধারাবাহিকতায় আসে মুক্তিযুদ্ধ

আলোচনা সভায় বক্তারা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ জুন, ২০২১ at ৬:৩৩ পূর্বাহ্ণ

ঐতিহাসিক ছয় দফা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, বঙ্গবন্ধুর দূরদর্শিতা দিয়ে তাঁর সিদ্ধান্তে অটল থেকে জাতির জন্য সঠিক কাজটি করেছিলেন আজকের বাংলাদেশই তার প্রমাণ। ছয় দফা আন্দোলনের ধারাবাহিকতায় আসে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ :
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, ৬ দফার মধ্যেই স্বাধীনতার মূল দাবি ছিল। ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি তাসখণ্ড চুক্তিকে কেন্দ্র করে লাহোরে অনষ্ঠিত সম্মেলনের সাবজেক্ট কমিটিতে ৬ দফা উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৬ দফার সমর্থনে ১৯৬৬ সালের ১৩ মে পল্টনে আওয়ামী লীগ আয়োজিত জনসভা থেকে ৭ জুন হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়। এ হরতালে তেজগাঁওয়ে শ্রমিক মনুমিয়া পাকিস্তানি স্বৈরশাসকের গুলিতে প্রাণ হারান। এছাড়াও ইপিআরের গুলিতে শ্রমিক আবুল হোসেন শহীদ হন। অসংখ্য শহীদদের রক্তের ৬ দফা বাঙালির প্রাণের দাবিতে পরিণত হয়। এ পথ ধরেই ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের আয়োজনে ৭ জুন নগরীর পল্টন রোডস্থ জহুর আহমদ চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি প্রফেসর ড. জিনবোধি ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম ‘স্বাধীনতা অর্জনে ৬ দফার গুরুত্ব’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈমউদ্দিন আহমদ চৌধুরী, জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি সফর আলী সহ বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি। তিনি বলেন, ছয় দফার মধ্য দিয়েই বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়। গতকাল সোমবার আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, অ্যাড. মির্জা কছির উদ্দিন, অ্যাড. জহির উদ্দিন, আবু জাফর, বোরহান উদ্দিন এমরান, নুরুল আবছার চৌধুরী, আবদুল কাদের সুজন, ডা. তিমির বরণ চৌধুরী, দেবব্রত দাশ, ছিদ্দিক আহমদ বি.কম, আইয়ুব আলী, মাহবুবুর রহমান শিবলী, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, শামীমা হারুন লুবনা, আতিকুর রহমান চৌধুরী, দিদারুল আলম, সুরেশ দাশ, এস এম বোরহান উদ্দিন প্রমুখ।
বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ : বাঁশখালী প্রতিনিধি জানান, ঐত্যিহাসিক ছয় দফা উদযাপন উপলক্ষে আলোচনা সভা উপজেলা পরিষদের নবনির্মিত কার্যালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অ্যাড. আ ন ম শাহাদত আলম, রশিদ আহমদ চৌধুরী, মুজিবুল হক চৌধুরী, মো. কফিল উদ্দীন, জিল্লুল করিম শরীফি, ইবনে আমিন, সেলিম আক্তার, অ্যাডভোকেট এসএম তোফাইল বিন হোছাইন, টুটুন চক্রবর্তী, মোজাফ্‌ফর আহমদ, মো. বাহাদুর, জামাল উদ্দিন, মুজিবুর রহমান, জাহাঙ্গীর আলম, নুর মোহাম্মদ আজাদ, শিহাবুল হক সিকদার, হামিদ উল্লাহ, মাওলানা আকতার হোসাইন প্রমুখ। স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ : স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে গত রবিবার মোহাম্মদ লিপটনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, মোরশেদা পারভীন, কেমি বড়ুয়া, রোকন উদ্দিন আহমেদ, অচিন্ত্য কুমার দাশ, পূর্ণিমা চৌধুরী প্রমুখ।
মহানগর মহিলা শ্রমিক লীগ : মহানগর মহিলা শ্রমিক লীগের উদ্যোগে ঐতিহাসিক ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
রুবা আহসান চৌধুরীর নেতৃত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আনোয়ারা আলম, নাসিমা আকবর, মুক্তা জামান, কানিজ ফাতেমা, সুমী আকতার, রেহানা বেগম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপার্বত্যাঞ্চলে সুষম উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করা হবে
পরবর্তী নিবন্ধবিভিন্ন উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী