পার্বত্যাঞ্চলে সুষম উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করা হবে

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ৮ জুন, ২০২১ at ৬:৩২ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নব নিযুক্ত ভাইস চেয়ারম্যান আশীষ কুমার বড়ুয়া (যুগ্মসচিব) বলেছেন, সরকারের নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী পার্বত্যাঞ্চল যেখানে উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি সেখানে সুষম উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করা হবে। গতকাল সোমবার সীমিত পরিসরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান আশীষ কুমার বড়ুয়ার সভাপতিত্বে গণশুনানিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণশুনানিতে রাঙামাটি ও খাগড়ছড়ি পার্বত্য জেলার বিভিন্ন উপজেলার দুর্গম ও প্রত্যন্ত এলাকা থেকে আগত সেবা প্রত্যাশী সমাজের জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এসময় বোর্ডের গণশুনানিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য পরিকল্পনা সরকারের (উপসচিব) ড. প্রকাশ কান্তি চৌধুরী ও সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ উপস্থিত ছিলেন।
এছাড়া অংশগ্রহণকারীরা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নিকট রাস্তা, ব্রিজ, কালভার্ট, সমিতির অফিস, অনাথালয়ের ছাত্রাবাস ভবন, কৃষি কাজে সেচের জন্য বাঁধ নির্মাণ, সোলার বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংস্কারের জন্য আবেদন জানান। সদস্য পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী ও সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ অংশগ্রহণকারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব ও পরামর্শের জবাব দেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তিন পার্বত্য জেলায় আগামী ৫-১০ বছরে যেখানে জাতীয় গ্রিড হতে বিদ্যুৎ সুবিধা পৌঁছানো সম্ভব নয় সেখানে সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে পাড়াকেন্দ্রের মাধ্যমে ৪০ হাজার পরিবারকে এবং ২৫০০ কমিউনিটি সেন্টারকে বিনামূল্যে সৌর বিদ্যুৎ সিস্টেম দেয়া হবে বলে জানান । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরকল উপজেলার হাজাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁন কুমার তনচংগ্যা, খাগড়াছড়ির সুজাতা অনাথালয় আশ্রমের সহকারী পরিচালক ইন্দ্রবংশ ভিক্ষু, রনজন বড়ুয়া, সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ তনচংগ্যা, দুপ্রক রাঙামাটির সা. সম্পাদক ললিত সি চাকমা, কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান অংপ্রু মার্মা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড রুটে যাত্রী পরিবহনে লোক দেখানো স্বাস্থ্যবিধি
পরবর্তী নিবন্ধছয় দফার ধারাবাহিকতায় আসে মুক্তিযুদ্ধ