ছুঁড়ে যাবো শব্দব্রহ্ম

শ্যামলী মজুমদার | শুক্রবার , ৭ জানুয়ারি, ২০২২ at ৫:৩৮ পূর্বাহ্ণ

শুধু শুনে যাবো
মুখ খুলবো না, শব্দ নয়
দেখে যাবে অবাক দু’চোখ
চোখ খুলবেনা
মনের কোন ছবি নয়!
ওখানে যা বলে বলুক সবাই
তুমি কুড়িয়ে যাও ধূলো আর্বজনা যত
দিন শেষে ভাঙ্গা মাটির ঘর
ঘুরবে ফিরবে বাতাস, জানান দেবে না তত!
লোক চলছে, কথা চলুক
শব্দ শেষ সত্য: যতোই বলুক
ভেতর-জগৎ জুড়ে প্রতি বিন্দু ঋণে
আভাস দিচ্ছে মানুষ
মাটির সর্ম্পক চলছে বেড়ে দিনে দিনে!

প্রতিদিন হাত পাতি
চিনি পথ কাছে দূরে
প্রতিদিন জেনো যুদ্ধ জগৎজুড়ে
তবুও তো ছুটি : চিনে নিতে হবে সব
দিনশেষে দুটি পয়সা, নির্জন কলরব-
চাঁদের ভুবন পথে আলোকিত শব্দসব
নিঃশব্দে একা ছুটে ছুটে চলে
জেনো তুমি আছো, আছিস সবাই-
অশ্রুত সুরে দীর্ঘ র্দীঘতর পথ জুড়ে,
দিনে দিনে সেসব আভাস পাই
নদীচিহ্ন শুধু দেখে যাবো, ছবি উঠবে না
শুনে ছুঁয়ে ছুঁড়ে যাবো শব্দব্রহ্ম, কথা বলবো না-
জেনো সশস্ত্র বিদ্রোহে একদিন কাঁপিয়ে দেবো সব
অপেক্ষমান চণ্ডাল এখনও
বয়ে চলছে শব্দের অবিনশ্বর শব!

পূর্ববর্তী নিবন্ধনাটাব চট্টগ্রাম শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটির ১ম সভা
পরবর্তী নিবন্ধআয়না