চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলন্ত শাটল ট্রেনে এক ছাত্রীর মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীকে ধরতে লাফ দিয়ে মারাত্মকভাবে আহত হন ভুক্তভোগী শিক্ষার্থী। গতকাল রোববার সকাল ৮টার ট্রেন কদমতলী মোড় অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। লাফ দেয়া শিক্ষার্থীর নাম নন্দিতা দাস। তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নগরীর বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে আসা সকাল ৮টার শাটল ট্রেন কদমতলী মোড় পার হওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নন্দিতা দাসের মোবাইল ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নেমে যায় এক ছিনতাইকারী। এ সময় ছাত্রীটিও ছিনতাইকারীর পিছু পিছু চলন্ত ট্রেন থেকে লাফ দেন। তিনি গুরুতর আহত হোন।
ট্রেনে থাকা কর্তব্যরত পুলিশ সদস্য মো. রফিক বলেন, চলন্ত অবস্থায় ছিনতাইকারী মোবাইল নিয়ে ট্রেন থেকে লাফ দিয়ে নেমে যায়। সাথে সাথে ছাত্রীটিও লাফ দেন। এর মধ্যে ট্রেনের গতি বেড়ে যাওয়ার কারণে আমরা নামতে পারিনি। তবে আমরা বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে থানাকে জানিয়েছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম বলেন, আমরা বিষয়টি জেনেছি। মেয়েটা আজকে পরীক্ষায় অংশ নিয়েছে। তার ইনস্টিটিউটের পরিচালককে খোঁজ নিতে বলেছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।