ছিটমহলের গল্প

| রবিবার , ৪ জুলাই, ২০২১ at ৭:৩২ পূর্বাহ্ণ

ছিটমহলের গল্প নিয়ে বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত হল সাপ্তাহিক নাটক ‘ছিটমহলের ছায়াছবি’। কাজী রশিদুল হক পাশার রচনায় ও আফরোজা সুলতানার প্রযোজনায় নির্মিত রংপুরের আঞ্চলিক ভাষার নাটকটি ১০ জুলাই রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচার হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে প্রথমবারের মতো জুটি বেঁধে ছোটপর্দায় আসছেন মডেল ও অভিনেত্রী বীথি রানী সরকার ও মনিরুজ্জামান মনি। মনিরুজ্জামান মনি বলেন, ‘আমি এখানে যাদব চরিত্রে অভিনয় করেছি। গল্পের প্লট চমৎকার। এরকম গল্প নিয়ে ইদানীং খুবই কম কাজ হয়। রংপুরের আঞ্চলিক ভাষায় আমাদের সংলাপ বলতে হয়েছে।’
বীথি বলেন, ‘আমি রংপুর অঞ্চলের মেয়ে হলেও এর আগে নিজের অঞ্চলের ভাষায় কাজ করা হয়নি। এবার সে সুযোগ মিলে গেল। দীর্ঘদিন শহরে থাকায় ভাষাগত জড়তা থাকলেও মনি খুব হেল্প করেছে।’ বীথি, মনি ছাড়াও নাটকে জীবন রায়, তানিন তানহা, খলিলুল্লাহ কাদেরী, মিলি মুন্সী, তানজুম আরা পল্লী, কাজী রশীদুল হক পাশাসহ আরও অনেকে অভিনয় করেছেন।

পূর্ববর্তী নিবন্ধআমির খান-কিরণ রাওয়ের বিচ্ছেদ
পরবর্তী নিবন্ধউইকেন্ডের সঙ্গে প্রেম করছেন জোলি?