ছায়া

কল্যাণ বড়ুয়া | রবিবার , ৯ মে, ২০২১ at ৭:০৩ পূর্বাহ্ণ

তোমার ছায়াকে অনুসরণে
ভালোবাসার আয়নায় ঝাপসা ছবি,
হৃদয় মন্দিরে গ্রহণের বলয়।
যে কথা বলতে- যেতে চাই কাছে,
চেনা মানুষ হয়ে যায় অচেনা হৃদয়ের মাঝে।
তোমাকে ছোঁয়ার দূরত্ব বেড়ে চলেছে
ক্রমশ ছায়ার আড়ালে।
ভালোবাসার সুর ঘুরে বেড়ায় অচেনা পথে,
পৌঁছাতে পারেনি আজো তোমার কাছে।
হঠাৎ সামনে এসে দাঁড়ালে অবাক করার
মতো, অবাক নয়নে তাকিয়ে ভালেবাসার কথা বললে।
অবাক হয়ে আমিও তাকিয়ে তোমার পানে।
তাহলে এতোদিন ছুটলাম কার পিছু?
তবে কি তোমার ছায়ার আড়ালে?
দূরত্বের ব্যবধানে হারিয়ে যায়
আমার ভালোবাসার ছায়া, না ছায়ার ভালোবাসা?

পূর্ববর্তী নিবন্ধতবু
পরবর্তী নিবন্ধমায়ের ছুটি