নগরের গরীবুল্লাহ শাহ হাউজিং সোসাইটির পৃথক তিনটি বাড়ির ছাদ বাগানে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় তিনজনকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে অংশ নেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাসেম। তিনি আজাদীকে বলেন, গরীবুল্লাহ শাহ হাউজিং সোসাইটি, খুলশী আবাসিক এলাকা ও দক্ষিণ খুলশী আবাসিক এলাকায় বিভিন্ন বাসা-বাড়ির ছাদ বাগানে অভিযান পরিচালিত হয়। এর মধ্যে মশার লার্ভা পাওয়া গেছে গরীবুল্লাহ শাহ হাউজিং সোসাইটিতে।
এদিকে এই অভিযানে ফ্লোরাপাস রোডে ফুটপাত ও রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রেখে পথচারীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।