ছাদ বাগানের ফুলের টবে জমাটবদ্ধ পানি

সাত ভবন মালিককে জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ নভেম্বর, ২০২২ at ৯:৪৫ পূর্বাহ্ণ

ছাদ বাগানের ফুলের টবে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় নগরীর সাত ভবন মালিককে ১১ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বায়েজিদ থানার বঙ্গবন্ধু এভিনিউর অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক সংলগ্ন ভবনগুলোতে গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। অভিযানে এডিস মশার জন্মস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়।

সড়কে প্রতিবন্ধকতা: স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে পরিচালিত অপর অভিযানে বাদুরতলা ও কাপাসগোলা এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করায় এবং নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে পাঁচজনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদুইজনকে আসামি করে কাস্টমসের মামলা
পরবর্তী নিবন্ধজয়লাভের মনোভাব নিয়ে খেলতে হবে : প্রধানমন্ত্রী