ছাত্রদলের ৬ নেতাকর্মীর বিরুদ্ধে পরোয়ানা

বিএনপি নেতা নাজিম উদ্দিনের মামলা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ জুন, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উত্তর জেলা বিএনপির এক নেতাকে কটূক্তির অভিযোগে এক বছর আগে দায়ের করা একটি মামলায় ছাত্রদলের ছয় নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবির এই আদেশ দেন।

বাদীর আইনজীবী আবু হেনা আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেয় পিবিআই। আদালত সেটি গ্রহণ করে আসামিদের হাজির হতে নির্দেশ দেন। কিন্তু তারা হাজির হননি। এ জন্য তাদের প্রত্যেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারক। আদালতসূত্র জানায়, গত বছরের ১ জুন উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাজিম উদ্দিন (সাবেক চাকসু ভিপি) একই ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। ৬ নেতাকর্মী হলেন, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তাকিবুল হাসান তকি, মির্জা এমদাদ, নুরুল কবির চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সেক্রেটারি মনিরুল আলম জনি, জিএম সাইফুল্লাহ ও ফখরুল হাসান। মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা গত বছরের ২৯ ও ৩০ মে ফেসবুকে নাজিম উদ্দিনকে কটূক্তি করেন।

পূর্ববর্তী নিবন্ধবাস্তবতা বিবর্জিত, প্রতারণামূলক, লোক দেখানো বাজেট
পরবর্তী নিবন্ধনির্বাচন ইস্যুতে আলোচনার আহ্বান করা হয়নি : আমু