ছড়া সম্রাট

প্রদ্যোত কুমার বড়ুয়া | বৃহস্পতিবার , ২ জানুয়ারি, ২০২৫ at ১০:৩৮ পূর্বাহ্ণ

ছড়া সম্রাট, ছড়ার রাজা ছড়ার জাদুকর,

বাংলা ছড়ার গর্ব তিনি ছড়ায় অধীশ্বর।

তাঁর ছড়াতে মজার হাসি হাটে ঘাটে মাঠে,

দুঃখ সুখের মনের কথা পায় যে ছড়া পাঠে।

কঠিন কথা সহজ ভাষায় আনেন ছড়ায় তুলে,

দুষ্টু লোকের চাল বাজিতার দেখান মুখোশ খুলে।

ডিগবাজিতে চলে যারা ডুবায় দেশের মান,

তাদের চেনায় ছড়ার ভাষায় জানিয়ে সন্ধান।

ছড়ার মজা ছন্দে ঠাসা ছড়া মনের সুর,

যেমন করে তৃষ্ণা মেটায় জোছনা সমুদ্দুর।

ছড়ায় মেশান সাহিত্য রস আনেন নতুন মাত্রা,

যোগ্য আসন পেয়ে ছড়ায় করলো শুরু যাত্রা।

বড় ছোটো সবার প্রিয় যার শত্রু নাই কেউ

শ্রদ্ধাভালোবাসায় থাকেন ছড়ায় ছন্দে ঢেউ।

ছড়ায় পেলেন একুশে পদক তিনি নজির দেশে,

আপন গুণের আলোর আলো অমর ইতিহাসে।

বিশ্বে আছে বড়ুয়া এক বাংলায় সুকুমার,

মুকুট ছাড়া ছড়ার রাজা নেই তুলনা আর।

ধন্য জীবন ছড়ার রাজা ছড়ার মধুকর,

বেঁচে থাকতে জানলো নিজে কী প্রতিভাধর।

পূর্ববর্তী নিবন্ধনতুন বছর
পরবর্তী নিবন্ধযেখানে তুমি