চেয়ারম্যান প্রার্থী নয়নের সম্পদ ৬ কোটি, আতাউলের ২৮ লাখ টাকা

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ২০ এপ্রিল, ২০২৪ at ৭:০৬ পূর্বাহ্ণ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মীরসরাই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে সর্বোচ্চ সম্পদ এনায়েত হোসেন নয়নের। তার সম্পদের পরিমাণ ছয় কোটি টাকা। তিনি উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানের মোট সম্পদের পরিমাণ মাত্র ২৮ লাখ টাকার মত। হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সাইফুল ইসলামের সম্পদ সবচেয়ে বেশি। তার সর্বসাকূল্যে মোট সম্পদের পরিমাণ পাঁচ কোটি টাকা। চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের তুলনায় সেই হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সম্পদ যথেষ্টই কম বলা যায়।

মীরসরাই উপজেলা নির্বাচন অফিসার জাকির হোসেন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এনায়েত হোসেন নয়নের সম্পদ ছয় কোটি টাকার বেশি। তার দাখিলকৃত হলফনামা অনুযায়ী, ব্যবসায়িক প্রতিষ্ঠান নওরীন এন্টারপ্রাইজের একাউন্টে রয়েছে ৫০ লাখ টাকা। জমাকৃত অর্থ রয়েছে ৯১ লাখ টাকা। যানবাহন রয়েছে ৬৭ লাখ টাকার। এছাড়া স্থাবর কৃষি, অকৃষি ও স্বর্ণালংকার মিলিয়ে ৬ কোটি টাকার বেশি সম্পদ রয়েছে তার। চেয়ারম্যান প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানের মোট সম্পদের পরিমাণ ২৮ লাখ টাকার মত। এর মধ্যে ব্যবসায়িক খাতে রয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা। নগদ ১৪ লাখ টাকা। স্বর্ণালংকার ও স্থাবর অস্থাবর সম্পদ সর্বসাকুল্যে ২৮ লাখ টাকা প্রায়।

সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফের সম্পদের পরিমাণ ১০ লাখ টাকা। সাবেক হিন্দু কল্যাণ ট্রাস্টি উত্তম কুমার শর্মার সম্পদ প্রায় এক কোটি টাকা। নুরুল মোস্তফার সম্পদের অর্থমূল্য প্রায় ২০ লাখ টাকা। সাবেক বিএনপি নেতা জালাল উদ্দিনের সম্পদের পরিমাণ এক কোটি টাকার বলে হলফ নামায় উল্লেখ করেন।

ভাইস চেয়ারম্যান পদে সাইফুল ইসলামের সম্পদ সর্বসাকুল্যে প্রায় সাড়ে ৫ কোটি টাকা দেখানো হয়েছে। সালাউদ্দিন দেখিয়েছেন ৫ কোটি প্রায়। শেখ সেলিম দেখিয়েছেন ২ কোটি প্রায়। ইছাখালীর সাইফুল আলম খোকন দেখিয়েছেন প্রায় ৭ লাখ টাকা।

মহিলা ভাইস চেয়ারম্যানের মধ্যে ইসমত আরা ফেন্সীর সম্পদ ৩৬ লাখ টাকা প্রায়। উম্মে কুলসুম কলির প্রায় ২৬ লাখ টাকা। বিবি কুলসুম চম্পা দেখিয়েছেন ১০ লাখ টাকার সম্পদ।

পূর্ববর্তী নিবন্ধমাঠে বাবাকে ভাত দিয়ে ফেরার পথে ছড়ায় ডুবে মৃত্যু
পরবর্তী নিবন্ধনতুন সাজে বাঁশখালী সমুদ্র সৈকত