চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৮:২৩ পূর্বাহ্ণ

চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত মো. ইব্রাহীম খান নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। গত সোমবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার মহানগর ৪র্থ যুগ্ম দায়রা জজ আদালতে হাজির করলে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ধৃত ইব্রাহীম পূর্ব নাসিরাবাদের মৃত নূর আহমদ খানের ছেলে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা আজাদীকে বলেন, চেক প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছি। আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়। জানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ২০১৮ সালের ২৬ নভেম্বর ইব্রাহীম খানের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক প্রতারণা মামলা দায়ের করেন। এ মামলায় মহানগর ৪র্থ যুগ্ম দায়রা জজ আদালত গত নভেম্বর ইব্রাহীম খানকে এক বছর বিনাশ্রম করাদণ্ড এবং চেকের সমপরিমাণ টাকা পরিশোধের রায় ঘোষণা করেন। মামলার নম্বর এসটি ১৫১৮/২০। তার বিরুদ্ধে গ্রেপ্তারি ওয়ারেন্ট ইস্যু করে আদালত।
বাদী মো. রফিকুল ইসলাম আজাদীকে বলেন, বন্ধুবেশে টাকা নিয়ে আত্মগোপন করেছিলেন মো. ইব্রাহিম খান। ২০১৮ সালে মামলা দায়ের করি। দীর্ঘ কয়েক বছর মামলা পরিচালনার পর আদালত রায় দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবিজয় মেলায় মুক্তিযুদ্ধ কর্নার নেই কেন
পরবর্তী নিবন্ধতদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিতে গিয়ে হামলার শিকার ভিকটিম