চুনতীতে ইসালে ছওয়াব মাহফিল

| রবিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:৪৯ পূর্বাহ্ণ

চুনতী ১৯ দিনব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর প্রবর্তক মাওলানা হাফেজ আহমদ শাহ সাহেব কেবলা (রহ.)’র ৪১ তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল গতকাল শনিবার চুনতী সিরাত ময়দানে মতওয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ ও চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বাদে ফজর খতমে বুখারি শরীফ, খতমে কোরআন, খতমে তাহলিল, বিকাল ৩টা থেকে দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদগণ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন দক্ষিণ সুকছড়ি খালেকীয়া ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ওয়াহিদ আহমদ। তেলাওয়াতে কালামে পাক পাঠ করেন মাওলানা জালাল উদ্দীন মুনিরী, মুহাম্মদ নছিমুর রিয়াজ নক্বি। না’তে রাসুল (সঃ) পরিবেশন করেন আবদুল্লাহ আকরাম হাদী, মুহাম্মদ ফখরুদ্দিন রাজী। আলোচনায় অংশগ্রহণ করেন কাজী মাওলানা অধ্যক্ষ মো. নাছির উদ্দিন, ফাতেমা বতুল মহিলা মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দীন, ডা. মাহমুদুর রহমান, মাওলানা জমিল উদ্দিন, মাওলানা মুহাম্মদ বদরুদ্দিন সা’দী, মাওলানা মাহমুদুল হক, মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে
পরবর্তী নিবন্ধআখতারুজ্জামান বাবুর কবরে দক্ষিণ জেলা ও কর্ণফুলী উপজেলা আ.লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলি