চুক্তি ছিলো না এমন

শাবানা ইসলাম বন্যা

| বৃহস্পতিবার , ২৫ আগস্ট, ২০২২ at ৬:০০ পূর্বাহ্ণ

চুক্তি ছিলো তুমি আসবে, আসবেই
নীল সমুদ্দুরে মন ভাসবে, ভাসবেই।
শুভ্রতায়, মুগ্ধতায়, নরম জ্যোৎস্না স্নানে
চন্দমা অভিসারে রবো মনজোছনার অবগাহনে।

কষ্টগাথা বুনে চলো মেঘ জমানো বুকে
বুকফাটা আর্তনাদ কিসের শোকে?
টিপটিপ, টপটপ, ঝমঝম
নেই অনুরণন, নেই আষাঢ়ের রুমঝুম।

পেঁজা তুলোর পঙ্খীরাজ তোমার বাহন
সময় ভুলে এনেছো অসময়ে অঝোর শ্রাবণ।
উন্মাতাল তটিনী মেতেছে ভাঙ্গনের খেলায়
মানবেতর জীবন প্লাবনের ডেরায়।

ঐ দূরে যায় ভেসে, অন্নদার রসুই রোয়াক
কে দেবে বাড়িয়ে হাত, দু’মুঠো খোরাক?
যার আছে আরো চাই, গোডাউন লক ভাই
নিখোঁজ সততা, অন্নদার হাঁড়ি অন্ন খুঁজে না তাই।

চুক্তি ছিলো না এমন
দোদুল্যমান মনপবন।
হবে দেখা শেফালির সুবাসিত ভোরে
বিশুদ্ধতা, স্নিগ্ধতা মেখে নেবো শরতের শিশিরে।

পূর্ববর্তী নিবন্ধচা শ্রমিকদের প্রতি অবিচার; জরুরি সমাধান চাই
পরবর্তী নিবন্ধজীবনের প্রতিটি দিনকে উপহার হিসেবে ভাবুন