সিঙ্গাপুর থেকে তাইপে যেতে ন্যান্সি পেলোসির বিমানের সোজা পথ রেখে বোর্নিও দ্বীপ ঘুরে যাওয়াসহ বেশ কয়েকটি ঘটনায় তা স্পষ্ট হয়েছে। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগান, উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি এবং ক্রুজার ইউএসএস অ্যান্টিয়েটনাম এখন তাইওয়ানের পূর্ব দিকে অবস্থান করছে। তাইওয়ানকে করায়ত্ত করতে চীনের সামরিক বাহিনীর আকাঙ্ক্ষা মোকাবেলায় মার্কিন বাহিনীকে এখন ক্রমাগত চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। সিঙ্গাপুর থেকে তাইপে যেতে ন্যান্সি পেলোসির বিমানের দক্ষিণ চীন সাগর এড়িয়ে বোর্নিও দ্বীপ ঘুরে দীর্ঘ পথ বেছে নেওয়া এবং যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরীর দক্ষিণ চীন সাগরে ফেরার ক্ষেত্রে পড়া জটিলতাতেই তা স্পষ্ট হয়েছে। খবর বিডিনিউজের।
মার্কিন সামরিক কর্মকর্তারা অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য নিয়মিত টহল দেওয়ার কথা বারবার বলে চললেও বাস্তবে তাদের জন্য তা করা যে ক্রমশ চ্যালেঞ্জিং হয়ে উঠছে, ১৯৯৬ সালের পর তাইওয়ান ঘিরে সবচেয়ে তীব্র উত্তেজনাই তা দেখাচ্ছে বলে কূটনৈতিক, সামরিক অ্যাটাশে ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন। কয়েকদিন আগেই মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, মার্কিন বিমান বাহিনীর বিমানে করে মঙ্গলবার প্রতিনিধি পরিষদের স্পিকার পেলোসির তাইপেতে নামার আগে অহেতুক উসকানিমূলক সেনা মোতায়েন করে উত্তেজনা আরও বাড়াতে চাননি তারা। পেলোসির সফরের পর তাইওয়ানের জলসীমার আশপাশে এবং তাইওয়ান প্রণালীর মাঝরেখা ঘেঁষে চীনা সামরিক বাহিনীর করা লাইভ ফায়ারিং মহড়ার সময়ও তারা একই মনোভাব বহাল রেখেছে। আমরা পেলোসির ভ্রমণ নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু কীভাবে প্রতিক্রিয়া দেখাবো তা নিয়ন্ত্রণ করতে পারি, বলেছেন এক প্রতিরক্ষা কর্মকর্তা। তাইওয়ান নিয়ে চীনের এখনকার সামরিক কর্মকাণ্ডের পাল্টায় মার্কিন বাহিনীর কর্ম ও কৌশল সম্পর্কে রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিক জবাব দেয়নি হাওয়াইয়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড। মঙ্গলবার সিঙ্গাপুর থেকে ওড়ার পর পেলোসি ও তার সঙ্গী কংগ্রেস প্রতিনিধিদের বহন করা বিমানটি চীনের প্রভাবাধীন দক্ষিণ চীন সাগর ও এর দুর্গসম দ্বীপগুলো এড়িয়ে ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপ ও ফিলিপিন্সের পূর্ব পাশের দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাইওয়ান যায়।