চীনা অনুপ্রবেশের পর আন্তর্জাতিক সমর্থন চায় তাইওয়ান

| শুক্রবার , ৮ অক্টোবর, ২০২১ at ৭:৫৩ পূর্বাহ্ণ

তাইওয়ান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি সমমনা গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে কাজ করতে চায় বলে ফ্রান্স ও অস্ট্রেলিয়ার কর্মকর্তাদেরকে জানিয়েছেন প্েরসিডেন্ট সাই-ইং ওয়েন। চীনের যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে অনু প্রবেশের পর আন্তর্জাতিক সমর্থন চাইছে দ্বীপদেশটি। খবর বিডিনিউজের।
তাইওয়ান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি সমমনা গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে কাজ করতে চায় বলে বৃহস্পতিবার ফ্রান্স ও অস্ট্রেলিয়ার উর্ধতন কর্মকর্তাদেরকে জানিয়েছেন প্রেসিডেন্ট সাই-ইং ওয়েন। গত শুক্রবার থেকে টানা চারদিন চীনের বিমান বাহিনীর রেকর্ডসংখ্যক যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে অনু প্রবেশ করেছে। এরপর ফ্রান্সের চার সিনেটর এবং অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবট তাইওয়ান সফরে যান। চীনের সামপ্রতিক এই শক্তি প্রদর্শনে উদ্বিগ্ন ওয়াশিংটন ও এর মিত্রদেশগুলো। চীনের ক্রমাগত সামরিক-রাজনৈতিক চাপের মুখে গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান অন্য গণতান্ত্রিক দেশগুলোর কাছ থেকে সমর্থন প্রত্যাশা করছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর কাছ থেকে। তাইওয়ানকে নিজেদের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি প্রদেশ বলে মনে করে চীন। অন্যদিকে, তাইওয়ান দাবি করে তারা স্বাধীন, সার্বভৌম। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানকে নিয়ন্ত্রণে রাখা ‘অনিবার্য’ বলে মনে করেন এবং এ লক্ষ্যে তিনি দ্বীপটিকে নানা দিক থেকেই চাপে রাখছেন।তাইওয়ানে সফরে যাওয়া ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রেসিডেন্টের কার্যালয়ে কথা বলেন তাইওয়ানি প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। তাইওয়ান প্রণালিতে উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করার জন্য ফ্রান্সকে ধন্যবাদ জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধনিহত কৃষকদের পরিবার ন্যায়বিচার চায় : প্রিয়াঙ্কা
পরবর্তী নিবন্ধভূমিকম্পে কাঁপল বেলুচিস্তান