চিনাসুখানিয়া

আখতারী ইসলাম | শনিবার , ২৬ মার্চ, ২০২২ at ৮:১৫ পূর্বাহ্ণ

ধান মাড়াইকলের শব্দে জেগে উঠি
দেখি, ছিটকে ছিটকে পড়ছে সোনালি দানা
আমার বেদনার মতো
স্নিগ্ধ রোদ্দুরে মেলে দিয়ে ডানা
দেখি, টিনের চালায় সবুজের ছায়া
সেই সবুজে হেসে ওঠে আনন্দ
আঁকাবাকা পথ বেয়ে
লাউয়ের মাচায় দেখি
রুপোলি শৈশব
শিশির সিক্ত বড়ই পাতায়
ছায়া পড়ে যার,
সে আজ কতদূরে!
চারপাশের সবুজ এতটাই মোহবিষ্ট
করে রাখে
যেনো মায়ের আঁচল
এইসবই আজ পেলাম আমি
চিনাসুখানিয়ায় এসে।

পূর্ববর্তী নিবন্ধবাঙাল নয় বাঙালি আজ
পরবর্তী নিবন্ধআব্বা যেন সদ্য স্বাধীন দেশ