চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিক্ষার হার বৃদ্ধি পেলেও, শিক্ষার গুণগতমান বৃদ্ধি পায়নি। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে এবং সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে আমাদের মায়েদের ভূমিকায় সবচাইতে বেশি, বাবারা তো আছেই। কোমলমতি শিশুদের বেড়ে তুলতে নিয়মিত প্রোটিন সমৃদ্ধ পুষ্টিগুণ খাবার দিতে হবে।
তিনি গতকাল সোমবার থিয়েটার ইনস্টিটিউটে ক্লাসিক্যাল ফটো গ্যালারির পরিচালক আব্দুল আওয়ালের সভাপতিত্বে ১৫ তম শিল্পাচার্য জয়নুল আবেদিন স্মৃতি চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ক্লাসিক্যাল ফটোগ্যালারির পরিচালক আব্দুল আউয়ালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. তাসলিমা চৌধুরী, বিএনপি নেতা কামরুল ইসলাম, জাকির হোসেন, আমিনুল ইসলাম, জসীম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, নাসির উদ্দিন, শিল্পী আমিনুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।