চিটাগাং ক্লাবে নিউ ইয়ার জাতীয় স্কোয়াশ টুর্নামেন্ট শুরু

| শনিবার , ২২ জানুয়ারি, ২০২২ at ৭:১৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের ব্যবস্থাপনায় গত বৃহস্পতিবার থেকে চিটাগাং ক্লাবে শুরু হয়েছে পেডরোলো নিউ ইয়ার জাতীয় স্কোয়াশ টুর্নামেন্ট । সিসিএল স্কোয়াশ কোর্টে ফিতা কেটে টুর্নামেন্টের চট্টগ্রাম অংশের উদ্বোধন করেন প্রধান অতিথি চিটাগাং ক্লাব চেয়ারম্যান নাদের খান। উদ্বোধনী ভাষণে তিনি শারিরীক সুস্থায় শরীর গঠনে স্কোয়াশের মত গুরুত্বপূর্ণ খেলাটিতে অংশ গ্রহণ বাড়ানোর জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর)। স্বাগত বক্তব্য রাখেন সিসিএল স্কোয়াশ বিভাগের মেম্বার ইনচার্জ মোঃ আজিজুল হাকিম। তিনি টুর্নামেন্টের তথ্য তুলে ধরে বলেন, স্বাগতিক চিটাগাং ক্লাব দল ছাড়াও এই টুর্নামেন্টে ঢাকা, গোপালগঞ্জ, খাগড়াছড়ি এবং বিকেএসপির ১২২ জন খেলোয়াড় সহ প্রথম বারের মত কুয়েত থেকে আগত আন্তর্জাতিক খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিসিএল নির্বাহী কমিটি মেম্বার যথাক্রমে জাবেদ হাসেম (নান্নু), সালাউদ্দিন আহমেদ, এস এম শফিউল আজম সহ ক্রীড়ামোদি ক্লাব মেম্বার উপস্থিত ছিলেন । ক্লাব মেম্বার সাজ্জাদ আরেফীন আলম অনুষ্ঠানটি পরিচালনা করেন। উল্লেখ্য দেশের খ্যাতিমান বাণিজ্যিক প্রতিষ্ঠান পেডরোলো এর পৃষ্টপোষকতায় এই টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২৬ জানুয়ারী চিটাগাং ক্লাবে সম্পন্ন হবে । উক্ত অনুষ্ঠানে এরিয়া কমান্ডার ও জিওসি চট্টগ্রাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান গ্রুপে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধখুলশী ক্লাব অন্তরঙ্গন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন