চার শিল্পীর পরিবেশনা মুগ্ধ শ্রোতা

| শনিবার , ১৫ অক্টোবর, ২০২২ at ৮:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের চার শিল্পীর দারুণ পরিবেশনা মুগ্ধ করল দর্শক শ্রোতাদের। গত মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমিতে গান পরিবেশন করেন শিল্পী জানে আলম জনি, শিল্পী নিঝুম, রুপনা হক এবং মনিরুল হক। পুরানো এবং বর্তমান সময়ের জনপ্রিয় সব গান গেয়ে স্রোতাদের মুগ্ধ করে তোলে এই চার শিল্পী। তাদের সুরেলা কণ্ঠ এবং গায়কী সব মিলিয়ে দর্শকরাও বেশ উপভোগ করেছে। চট্টগ্রামের সংগঠন চাটগাঁইয়া নওজোয়ান তাদের সদস্যদের মধ্য থেকে এই চার শিল্পীকে বাছাই করে অনুষ্ঠানের জন্য। যাদের মধ্যে প্রথমে মঞ্চে আসেন শিল্পী জানে আলম জনি। তিনি একে একে গেয়ে শোনান “আয়নাতে ঐ মুখ দেখবে যখন, ও নদীরে তুই যাস কোথায়রে, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, আমি সবকিছু ছাড়তে পারি এবং দিনের আপন সুর্য যেমন”। জনপ্রিয় এই সব গান সত্যিই বেশ উপভোগ্য ছিল। এরপর মঞ্চে আসেন শিল্পী নিঝুম। তিনি প্রথমেই শোনান চট্টগ্রামের জনপ্রিয় একটি গান “আরো দেশত যাইও তুই আরো বাড়িত যাইও। এরপর একে একে গেয়ে শোনান যদি কখনও জানতে পারো, যেভাবে তুমি সকাল দেখো, জীবন পাতার সবকিছু এবং সবশেষে তুমি না হয় রহিতে কাছে”। শিল্পী রুপনা হক তার দরদী কণ্ঠে গেয়ে শোনান প্রিয় এমনও রাত, যারে উড়ে যারে পাখি, চঞ্চলা হাওয়া রে, ও পাখি তোর যন্ত্রণা এবং জনপ্রিয় সিনেমার গান পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়”। আর শিল্পী মনিরুল হক গেয়ে শোনান সুবীর নন্দীর জনপ্রিয় গান কত যে তোমাকে বেসেছি ভালো, ভুপেন হাজারিকার মানুষ মানুষের জন্য, আইয়ুব বাচ্চুর সেই তারা ভরা রাতে, তুমি যে আমার কবিতা এবং সবশেষ সবাই তো সুখি হতে চায়। এই চার শিল্পীর পরিবেশনা বেশ প্রশংসিত হয়েছে। এই চার জনই চট্টগ্রামের সংগীতাঙ্গনে দীর্ঘ দিন ধরে পদচারণা করছেন। একই সঙ্গে ভবিষ্যতে আরো ভাল কিছু করার আশাবাদ ব্যক্ত করেন শিল্পীরা। চাটগাঁইয়া নওজোয়ান তার সদস্যদের নিয়ে নানা অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকেন। তাই অংশ হিসেবে এই সংগীত আয়োজন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জামাল আহমদ, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এস এম সরোয়ার, ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ডিমস অব আর্টিস্ট এর পরিচালক শামসুল হুদা শাওন, সংগঠনের সাধারণ সম্পাদক আহিল সিরাজ, পরিচালক রেজাউল করিম মানিক।

পূর্ববর্তী নিবন্ধসুখবর পেলেন পরীমণি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা যুব হকি দলকে জার্সি প্রদান