চার ব্যবসায়ীর ডিলারশিপ বাতিল

টিসিবির পণ্য বিক্রয়ে অনিয়ম

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ জুলাই, ২০২১ at ৪:২৩ পূর্বাহ্ণ

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চট্টগ্রাম কর্তৃপক্ষ নানা অভিযোগে ৪ ব্যবসায়ীর ডিলারশিপ বাতিল করেছে। চট্টগ্রামে বাতিলকৃত ডিলারগুলো হলো- হাটহাজারীর নন্দীরহাটের মেসার্স জননী স্টোরের মালিক হেলাল উদ্দিন, নগরীর ফিরিঙ্গি বাজারের মেসার্স ট্রেড লিংকের মালিক শামশুল আলম, বোয়ালখালীর মেসার্স দিদারুল আলম স্টোরের মালিক দিদারুল আলম ও আনোয়ারার মেসার্স আল-আমীন পেইন্টের মালিক আল আমিন। এ ব্যাপারে টিসিবি চট্টগ্রামের আঞ্চলিক প্রধান জামাল উদ্দিন আজাদীকে জানান- নন্দীরহাটের জননী স্টোরের বিরুদ্ধে অভিযোগ, টিসিবির পণ্যের সাথে চা পাতা বিক্রি। হাটহাজারীর ইউএনও এ ব্যাপারে অভিযোগ করেছেন।
অপরদিকে ফিরিঙ্গিবাজারের ট্রেড লিংক, বোয়ালখালীর মেসার্স দিদারুল আলম ও আনোয়ারার আল-আমীন পেইন্ট এ তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ- তাদের দু’টি করে ডিলারশিপ রয়েছে। নানা কারণে ডিলারশিপ বাতিল হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধমাল্টাসহ ৫৬ লট পণ্য নিলামে উঠছে আজ
পরবর্তী নিবন্ধ৯৮ চিকিৎসকের বদলি আদেশ প্রত্যাহার চায় চমেক হাসপাতাল