চার দিনের রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার উদ্বোধন আজ

বর্ণাঢ্য ম্যারাথন ওয়াক সম্পন্ন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ নভেম্বর, ২০২১ at ৫:৪৯ পূর্বাহ্ণ

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম ফেয়ার উপলক্ষে গতকাল বুধবার নগরীর এম এ আজিজ স্টেডিয়াম চত্বর থেকে বর্ণাঢ্য ম্যারাথন ওয়াক শুরু হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে ম্যারাথন ওয়াকের উদ্বোধন করেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। বিশেষ অতিথি ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-১ কামাল মাহমুদ। ম্যারাথন ওয়াকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী, রিহ্যাব পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ ইঞ্জিনিয়ার দিদারুল হক চৌধুরী, পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২, মাহবুব সোবহান জালাল তানভীর। উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য মো. নাজিম উদ্দীন, এ এস এম আবদুল গাফফার মিয়াজী, মিজানুর রহমান, শারিস্থ বিনতে নুর, রিহ্যাব চট্টগ্রাম ফেয়ারের অর্গানাইজিং কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেখ নিজাম উদ্দীন, আশীষ রয় চৌধুরী প্রমুখ।
আজ নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু’র মোহনা হলরুমে দুপুর সাড়ে ১২টায় চার দিনব্যাপী রিহ্যাব ফেয়ারের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নছরুল হামিদ এমপি। বিশেষ অতিথি থাকবেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী এবং সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ শিশুদের বিশেষ চাহিদা পূরণের জন্য কিছু কিছু সরাঞ্জামসহ আর্থিক সহায়তা প্রদান করা হবে। মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। আগত দর্শকদের জন্য লটারির মাধ্যমে থাকছে আকর্ষণীয় পুরস্কার। মেলায় দুই ধরনের টিকেট থাকছে। সিঙ্গেল আর মাল্টিপল। সিঙ্গেল টিকের মূল্য ৫০টাকা এবং মাল্টিপল টিকেটের মূল্য ১০০ টাকা। মাল্টিপল টিকেটে দর্শনার্থীরা চারবার প্রবেশ করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধঘুমধুমে বিজিবি চোরাকারবারি গোলাগুলি
পরবর্তী নিবন্ধ৭৮৬