চাম্বলে অবৈধভাবে বালু উত্তোলন, ৩টি ড্রাম্প ট্রাক ও স্কেভেটর জব্দ

২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ নভেম্বর, ২০২২ at ৯:১০ পূর্বাহ্ণ

 

 

 

বাঁশখালীর চাম্বল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ছড়ার পাশ হতে অবৈধভাবে মাটি কাটার সময় একটি স্ক্যাভেটর ও তিনটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে । গতকাল সোমবার বাঁশখালী সহকারি কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব জব্দ করা হলে অবৈধ ভাবে মাটি কাটায় জড়িতরা মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে পালিয়ে রক্ষা পায়। এদিকে জব্দকৃত স্ক্যাভেটর ও ড্রাম ট্রাক চাম্বল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরুল হোসেনের জিম্মায় দেওয়া হয়। জনস্বার্থে ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এদিকে প্রতিনিয়ত বাঁশখালীর কোথাও না কোথাও অবৈধ ভাবে মাটি কাটা বালি উত্তোলন অব্যাহত থাকলেও জরিমানা দিয়ে বার বার অন্তরালে থাকে ঘটনায় জড়িতরা । সাধারন জনগন যারা এসবে জড়িত তাদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান ।

পূর্ববর্তী নিবন্ধমেয়রের নিকট এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তর
পরবর্তী নিবন্ধনানিয়ারচরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার