চান্দগাঁওয়ে এএসআই হত্যায় ছিনতাইকারীর যাবজ্জীবন

‘মামলা তদন্তে পুলিশের গাফিলতি ছিল’

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৬ নভেম্বর, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকায় পুলিশের এএসআই মো. ইদ্রিস মিয়া হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মো. জাকির হোসেন (৩০) নামে ছিনতাইকারী চক্রের এক সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি কুনো ব্যাপারী, মো. সোহেল ও আল আমিন গাজী নামের তিনজনসহ চার্জশিটভুক্ত অপর ৬ জন আসামিকে খালাস দেয়া হয়েছে। গতকাল সোমবার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূইয়ার আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত মো. জাকির হোসেন ও খালাস পাওয়াদের মধ্যে তিনজন আদালত কক্ষে উপস্থিত ছিলেন। জাকির হোসেন নোয়াখালী জেলার হাতিয়া থানার পণ্ডিত গ্রামের মৃত মোবাশ্বের আলীর ছেলে। সে সিএনজি অটোরিকশা চালক ছিলেন।
রায় ঘোষণা বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নোমান চৌধুরী আজাদীকে বলেন, পুরো বিচার পক্রিয়ায় আদালত ৩৮ সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষীদের মধ্যে প্রায় সকলেই জাকির হোসেনের বিরুদ্ধে সাক্ষ্য দেন। যেখানে চার্জশিটভুক্ত অন্যান্যদের জড়িত মর্মে কোনো তথ্য দিতে পারেন নি। তবে জাকির হোসেন গ্রেপ্তার পরবর্তী আদালতের কাছে যে জবানবন্দি দিয়েছেন, সেখানে চার্জশিটভুক্ত অন্য আসামিদের জড়িত থাকার কথা বলেছেন।
আইনজীবী নোমান আরও বলেন, এ মামলায় শুরু থেকে চান্দগাঁও থানা পুলিশের গাফিলতি ছিল। তারা আদালতে প্রথম যে চার্জশিট দাখিল করেছিল, সেখানে কারাগারে থাকা একজন আসামিকে অভিযুক্ত করেন। পরে আদালত চার্জশিটটি গ্রহণ না করে পুনঃতদন্তের নির্দেশ দেন। এছাড়া আরও কিছু অবহেলা আদালতের নজরে আসে। যার কারণে রায় ঘোষণার সময় সংশ্লিষ্ট পুলিশদের ভৎসনা করেন বিচারক। বিষয়টি অবগতির জন্য নগর পুলিশ কমিশনারকেও চিঠি দিবেন বিচারক।
আদালত সূত্র জানায়, ২০০৬ সালের ২৭ ডিসেম্বর চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন নোয়াখালী জেলা পুলিশ লাইনের এএসআই মো. ইদ্রিস মিয়া। একপর্যায়ে সিএন্ডবি বিসিক শিল্প এলাকার গাছতলা রোড থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চান্দগাঁও থানার এসআই কে এম পেয়ার আহমেদ বাদী হয়ে একটি মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, তিন দিনের ছুটিতে এসে সিএনজি অটোরিকশা নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন মো. ইদ্রিস মিয়া।

পূর্ববর্তী নিবন্ধএসএসসির ২য় দিনে অনুপস্থিত ২,৫০৭ পরীক্ষার্থী
পরবর্তী নিবন্ধ২ কোটি ৩৮ লাখ টাকার গাড়ির দাম উঠেছে ৫৩ লাখ