নগরের চাক্তাই ওসমানিয়া গলি থেকে এক হাজার ৮০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক রোমানা আক্তার ও আবদুল্লাহ আল মতিন। পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী অভিযানের অংশ হিসেবে ওসমানিয়া গলিতে অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ বিভাগের ৪ সদস্যের টিম অংশ নেয়।