চাকরির আড়ালে দম্পতির ইয়াবা কারবার

পাহাড়তলী থেকে গ্রেপ্তার ১৪ হাজার ইয়াবা জব্দ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২০ at ৪:৫৭ পূর্বাহ্ণ

স্বামী স্ত্রী দুজনের ছোট্ট সংসার। আশেপাশের সবাই জানতেন তারা চাকরিজীবী। অন্য আট-দশটা পরিবারের মতো তাদের জীবন যাপন ছিল সাদামাটা। স্বাভাবিক ভাবেই প্রতিবেশীদের সাথে মেলামেশা করতেন তারা দুজন। গতকাল ১৪ অক্টোবর বুধবার সকালে র‌্যাবের অভিযানের আগে পর্যন্ত প্রতিবেশীদের কেউই ঘুণাক্ষরেও টের পাননি যে এই সহজ সরল দম্পতি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করছেন। নগরীর পাহাড়তলী এলাকার ঐ বাসায় অভিযান চালিয়ে স্বামী জাহাঙ্গীর আলম ও স্ত্রী নুর জাহানকে গ্রেপ্তার করে র‌্যাব-৭ এর একটি বিশেষ টীম। এসময় ঘর তল্লাশি করে উদ্ধার করা হয় ১৪ হাজার পিস ইয়াবা। তাদের বাড়ি নোয়াখালীর সুধারাম থানার পশ্চিম মাইজচরা ইউনিয়নে।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান আজাদীকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর পাহাড়তলী থানার পশ্চিম আমতলা এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে এই বাসা ভাড়া নিয়ে স্বামী স্ত্রী মিলে ইয়াবা বেচাকেনা করত। অভিযানে এ দুই মাদক ব্যবাসায়ীকে আটকের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাসার টয়লেটের ছাদে লুকানো অবস্থায় ১৪ হাজার ১৪০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের পাহাড়তলী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় দেশে সাড়ে চার মাসে সর্বনিম্ন মৃত্যু
পরবর্তী নিবন্ধবিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গার্মেন্টস কর্মীকে ছুরিকাঘাত