চাঁদপুরে এক বাড়িতেই বাস করে সাড়ে ৭ হাজার মানুষ

| মঙ্গলবার , ৯ মার্চ, ২০২১ at ৫:২৮ পূর্বাহ্ণ

চাঁদপুরে প্রায় দেড় কিলোমিটার জুড়ে সাড়ে মেহারন দালাল বাড়ি। সেখানে বাস করেন সাতশ’ পরিবারের সাড়ে সাত হাজার মানুষ। জেলার মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ২ হাজার ৩শ’ ভোটারের সবাই থাকেন এই বাড়িতে। নারায়ণপুর বাজার থেকে প্রায় ৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এ বাড়িতে আসতে ৩০ মিনিট সময় লাগে। এ বাড়িতে বাইরের কেউ ঢুকলে সহজে বেরুতে পারবে না। রাস্তা ভুলে যাবে। বাসিন্দারা বলছেন, বাড়িতে রাস্তা চেনার একটাই উপায়, তাহলো সিমেন্ট ঢালাই করা সরু রাস্তা। দালাল বাড়ির চারদিক ঘিরে রয়েছে ফসলি জমি। কাছাকাছি নেই অন্য কোনো বাড়ি। এ বাড়িতে খাবার পানির জন্য রয়েছে প্রায় ৬০টি টিউবওয়েল। একটি প্রাথমিক বিদ্যালয় এবং আটটি মন্দির। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধ৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবি
পরবর্তী নিবন্ধঢাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু, বেড়েছে আসন