চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সহিংস হামলায় আহতদের দেখতে গেলেন নবনির্বাচিত চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি কর্তব্যরত ডাক্তার ও নার্সদের সাথে কথা বলে আহতদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখার পর তিনি দামপাড়া পুলিশ লাইন কেন্দ্রে বিএনপি সন্ত্রাসীদের হামলায় আহত তানভির ফয়সাল ইভানের বাসায় যান।
এসময় তিনি বলেন, বিএনপি নির্বাচন বানচাল করতে নানামুখী অপতৎরতা চালিয়ে আসছিল। তারা নিজেদের সন্ত্রাসী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ক্যাডারদের জড়ো করে অস্থিতিশীলতা তৈরী করতে চেয়েছিল। প্রশাসনের কঠোর নজরদারি ও তৎপরতা থাকায় এসব সন্ত্রাসীদের অনেকটাই নিয়ন্ত্রণে রাখা গেছে, এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান ও আহত ইভানের পিতা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক।