চসিকের বাজেট ঘোষণা আজ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ জুন, ২০২২ at ৫:৪৯ পূর্বাহ্ণ

অতীতের উন্নয়ন কর্মকাণ্ডকে সমন্বয় করার পাশাপাশি নগরবাসীর র্স্বোচ্চ নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আগামী ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে। আজ সকাল ১১টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে মেয়র রেজাউল করিম চৌধুরী বাজেট ঘোষণা করবেন।

চসিকের হিসাব শাখা সূত্রে জানা গেছে, চসিকের ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ছিল দুই হাজার ৪৬৩ কোটি ৯৬ লাখ টাকা। আজ বিশেষ সাধারণ সভায় এর সংশোধিত বাজেটও অনুমোদিত হবে।

২০২১ সালের ২৭ জানুয়ারি চসিকের ষষ্ঠ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন রেজাউল করিম চৌধুরী। ১১ ফেব্রুয়ারি শপথ নেন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেন ১৫ ফেব্রুয়ারি। দায়িত্ব গ্রহণের পর আজ দ্বিতীয় বাজেট ঘোষণা করবেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধঅর্থনৈতিক উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে পদ্মা সেতু
পরবর্তী নিবন্ধপদ্মা সেতু বাস্তবায়ন করে প্রধানমন্ত্রী বাঙালির আত্মমর্যাদা নিশ্চিত করেছেন