চলে গেলেন গীতিকবি ফখরুদ্দিন

| মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২০ at ১১:০৪ পূর্বাহ্ণ

না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় দেশাত্মবোধ গান ‘ও আমার বাংলা মা তোরৃ’ গানের স্রষ্টা আবুল ওমরাহ মুহম্মদ ফখরুদ্দিন। গত শনিবার করোনা আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি ফেসবুকে বেশ কয়েকজন স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন। এরমধ্যে রয়েছেন- বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ, কবি রাজু আলাউদ্দিন, রিংকু অনিমিখ প্রমুখ। খবর বাংলানিউজের।
জানা গেছে, সবসময় আড়ালে থাকতে পছন্দ করতেন আবুল ওমরাহ মুহম্মদ ফখরুদ্দিন। নিজেকে প্রচারে আনার ক্ষেত্রে অপার অনাগ্রহ ছিল নন্দিত এই গীতিকবির। আবুল ওমরাহ মুহম্মদ ফখরুদ্দিনের লেখা ‘ও আমার বাংলা মা তোরৃ’ গানটির সুর করেন আলাউদ্দিন আলী। তার সুরে গানটি কণ্ঠে তুলেন গুণী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। স্বাধীনতার পর অর্থাৎ ১৯৭২ সালে গানটি লেখেন আবুল ওমরাহ মুহম্মদ ফখরুদ্দিন। এরপর গানের কবিতাটি তুলে দেন আলাউদ্দিন আলীর হাতে। আলাউদ্দিন আলী তখন সুরস্রষ্টা আনোয়ার পারভেজের সহকারী। আলাউদ্দিন আলী জীবনে প্রথম সুর দিলেন বন্ধু ফখরুদ্দীনের কবিতায়, গাইলেন সাবিনা ইয়াসমীন। সৃষ্টি হলো অমর গান ‘ও আমার বাংলা মা তোর। আবুল ওমরাহ মুহম্মদ ফখরুদ্দিন একজন মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধের সময়ই তিনি বিখ্যাত এই গানটি লেখেন। এতে বাংলার ষড়ঋতুর রূপবৈচিত্রে ফুটিয়ে তুলেছেন অসাধারণ শৈল্পিক দক্ষতায়।

পূর্ববর্তী নিবন্ধফ্লেভারস চকবাজার ও কাজির দেউড়ি শাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধসাফা কবিরের বিপরীতে কলকাতার ঋষি