চলন্ত মিক্সার মেশিনে আটকে শ্রমিকের মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ১৪ জানুয়ারি, ২০২৪ at ৯:৫৮ পূর্বাহ্ণ

মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে চলন্ত মিঙার ঢালাই মেশিন প্রবেশ করে মো. মোশাররফ (২৮) নামের ১ শ্রমিক নিহত হয়েছে। গতকাল শনিবার অর্থনৈতিক অঞ্চলের মেসার্স এ ডাবলু আর ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চলন্ত ঢালাই মিক্সার মেশিন পরিষ্কার করার সময় চাপা পড়ে এই শ্রমিক নিহত হয়। নিহত শ্রমিক মো. মোশাররফ উপজেলার করেরহাট ইউনিয়নের মৃত আবু তাহেরের ছেলে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদা আক্তার বলেন, মৃত অবস্থায় অর্থনৈতিক অঞ্চলের ১ শ্রমিককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। পরে আবার হাসপাতাল থেকে নিয়ে গেছে বলে জানান তিনি।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, শ্রমিক নিহতের বিষয়ে জেনেছেন, তবে কারো কোন অভিযোগ পাননি।

পূর্ববর্তী নিবন্ধসাজেকে পর্যটকদের নিরাপত্তায় পুলিশ ক্যাম্পে ২টি নতুন গাড়ি হস্তান্তর
পরবর্তী নিবন্ধচন্দনাইশে সড়কের পাশে উল্টে গেল বাঁশবোঝাই ট্রাক