চলতি মাসে থাকবে মাঝারি তাপপ্রবাহ

| মঙ্গলবার , ২ এপ্রিল, ২০২৪ at ৯:৫৫ পূর্বাহ্ণ

চৈত্রের দ্বিতীয়ার্ধে এসে বসন্ত বাতাস হয়ে উঠছে গরম। তাপমাত্রা বাড়তে শুরু করেছে, গায়ে লাগছে অস্বস্তি। শীতকালটা এবার একটু দীর্ঘায়িত হওয়ায় ফাগুন হাওয়ায় ফুরফুরে ছিল মন। চৈত্রের দুটি সপ্তাহও মোটামুটি আরাম আয়েশে কেটেছে দিন। তৃতীয় সপ্তাহের শুরুতে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহের দেখা পাচ্ছে মানুষ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, গরম আরো বাড়তে যাচ্ছে সামনে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে গলায় জেলি আটকে শিশুর মৃ’ত্যু
পরবর্তী নিবন্ধশিকলবাহায় হবে এক স্প্যানের স্টিল আর্চ ব্রিজ