চমেকে শান্তি শোভাযাত্রা ও আলোচনা আজ

বুদ্ধ পূর্ণিমা

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৪ মে, ২০২২ at ১১:২১ পূর্বাহ্ণ

আগামীকাল ১৫ মে বৌদ্ধদের শুভ বুদ্ধ পূর্ণিমা। নানা কর্মসূচিতে গৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত ধর্মীয় এ তিথী উদযাপন করে থাকেন বৌদ্ধরা। পূর্ণিমা উপলক্ষে আজ শনিবার শান্তি শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) বৌদ্ধ ছাত্র সংসদ ও চমেক বৌদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ।

সকাল সাড়ে ৮টায় শান্তি শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল ৯টায় রয়েছে ‘বিশ্বশান্তি ও বৌদ্ধ ধর্ম বিষয়ক আলোচনা’। কলেজের নতুন একাডেমি ভবনের নিউ কনফারেন্স হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উদ্বোধক হিসেবে থাকবেন ইউএসটিসির প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। উদযাপন কমিটির আহ্বায়ক ও চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. অংসুই প্রু মারমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থাকবেন চমেক অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার। বিশেষ অতিথি থাকবেন চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান।

সম্মানিত অতিথি থাকবেন চমেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম, চমেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনোয়ারুল হক শামীম, বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী, চমেক হাসপাতাল নবজাতক বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিস্ট ডক্টরস এসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. প্রীতি বড়ুয়া, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া ও চট্টগ্রাম নার্সিং কলেজের অধ্যক্ষ ছবি বড়ুয়া।

এছাড়া সদ্ধর্ম আলোচক হিসেবে থাকবেন চবির পালি বিভাগের অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথেরো ও চট্টগ্রাম কলেজের পালি বিভাগের প্রধান ড. অর্থদর্শী বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করবেন চমেক ফরেনসিক বিভাগের প্রধান ডা. সুমন মুৎসুদ্দী। নির্ধারিত সময়ে শান্তি শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বৌদ্ধ চিকিৎসক, শিক্ষার্থী, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন বৌদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সদস্য সচিব ও চমেক হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সনৎ কুমার বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে আমিনুর রহমান নক্‌শেবন্দির বার্ষিক ওরশ
পরবর্তী নিবন্ধখতিজা খানম