চবি সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল, সম্পাদক রায়হান

চবি প্রতিনিধি | রবিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:১১ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যনির্বাহী কমিটি-২০২২ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি পদে সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে রায়হান উদ্দিন নির্বাচিত হয়েছেন। সাইফুল ইসলাম দৈনিক যায়যায়দিন এবং রায়হান উদ্দিন দৈনিক পূর্বকোণ পত্রিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। দুইজনই চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী।

আজ রবিবার(২০ ফেব্রুয়ারি) সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর বিকাল তিনটায় বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার ড. শহীদুল ইসলাম।

কার্যনির্বাহী পরিষদের ৭ পদের বিপরীতে এবার নির্বাচনে অংশ নিয়েছেন ১১ প্রার্থী। তিন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। বাকি চার পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নব কমিটির সহ-সভাপতি পদে দৈনিক সময়ের আলোর প্রতিনিধি আহমাদ সালমান সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মাহবুব এ রহমান, অর্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ঢাকা পোস্টের প্রতিনিধি রুমান হাফিজ, দফতর ও প্রচার প্রকাশনা সম্পাদক পদে দৈনিক আজাদীর প্রতিনিধি ইমাম ইমু এবং কার্যনির্বাহী সদস্য পদে বাংলানিউজের ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট মোহাম্মদ আজহার নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম ও এসএএম জিয়াউল ইসলাম। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ছিলেন চবিসাস-এর সাবেক সভাপতি হুমায়ুন মাসুদ।

পূর্ববর্তী নিবন্ধস্বর্ণ চোরাচালান মামলায় একজনের রিমান্ড, অপরজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
পরবর্তী নিবন্ধইসি গঠনে সার্চ কমিটির ছোট তালিকা