চবি শিক্ষককে শোকজ

প্রধানমন্ত্রীকে ফেসবুকে কটূক্তি

চবি প্রতিনিধি | শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৪:৪৫ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘স্টেপ ডাউন হাসিনা’ লিখে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাইদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার নোটিশের বিষয়টি নিশ্চিত করেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমাদ।

এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কেএম নুর আহমদ স্বাক্ষরিত ওই নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপাচার্যকে চিঠি দিয়েছে।

এর আগে গত ৩০ জুলাই ফেসবুকে ‘স্টেপ ডাউন হাসিনা’ হ্যাশট্যাগ দিয়ে ফেসবুকে পোস্ট করেন মো. মাইদুল ইসলাম। এ বিষয়ে গত ২০ আগস্ট আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানায় চবি শিক্ষক সমিতি। শিক্ষক মাইদুল ইসলাম বর্তমানে গবেষণার কাজে দেশের বাইরে থাকায় এ বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি।

এর আগেও কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে হাটহাজারী থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন সাবেক ছাত্রলীগ নেতা ইফতেখার উদ্দিন আয়াজ। ওই মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। গ্রেফতারের পর তাকে বিশ্ববদ্যিালয় থেকে সাময়িক বরখাস্তও করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনলকূপের গ্যাস দিয়ে রান্না!
পরবর্তী নিবন্ধব্রিকসকে হতে হবে বহুমুখী বিশ্বের বাতিঘর : প্রধানমন্ত্রী