চবি বাঙলা সম্মিলনের নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

| বুধবার , ৭ ডিসেম্বর, ২০২২ at ১১:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘বাঙলা সম্মিলন’ এর উদ্যোগে আগামী ৭ জানুয়ারি চবি ক্যাম্পাসে ৫ম বাঙলা সম্মিলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ উপলক্ষে গত ৫ ডিসেম্বর চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে এর নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চবি বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর ড. শিরীণ আখতার।

এ সময় চবি বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, সহযোগী অধ্যাপক ড. প্রকাশ দাশগুপ্ত ও সহকারী অধ্যাপক মো. আবু বকর ছিদ্দিক, চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া ও সহকারী প্রক্টর মরিয়ম ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া ‘বাঙলা সম্মিলন’ এর সভাপতি অভিক ওসমান, নির্বাহী সভাপতি বিশ্বজিৎ চৌধুরী, সাধারণ সম্পাদক জিন্নাহ চৌধুরী, যুগ্ম সম্পাদক এস এম আবু সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাহিত্য ও সংস্কৃতি চর্চায় আগ্রহী করতে হবে শিক্ষার্থীদের
পরবর্তী নিবন্ধআন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের স্মরণসভা