চবি ছাত্রলীগ সভাপতির বহিষ্কার চেয়ে একাংশের বিক্ষোভ

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ মে, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

বারবার ন্যাক্কারজনক কাজের মাধ্যমে চবি ছাত্রলীগকে কলুষিত করার প্রতিবাদ জানিয়ে এবং সভাপতির বহিষ্কার চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রলীগের একাংশ। বিক্ষোভ মিছিলে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাধিক গ্রুপের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গতকাল বুধবার বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের কলার ঝুপড়ি থেকে মিছিলটি শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন, চবি ছাত্রলীগের

সহসভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয়, সহসভাপতি মইনুল ইসলাম রাসেল, সহসভাপতি আবরার শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাজিদ মোস্তফা আশফি, অর্থসম্পাদক মাহির মোহাম্মদ মাহফুজ, নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক সাজ্জাদ আনাম পিনন।

সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাজিদ মোস্তফা আশফি বলেন, সমপ্রতি ছাত্রলীগ সভাপতির একটি আপত্তিকর ছবি ছড়িয়ে পড়েছে। এর আগেও তিনি বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড করে শাখা ছাত্রলীগকে কলুষিত করেছেন। কিন্তু তার বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বারবার অনৈতিক কর্মকাণ্ডের জন্য তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করতে হবে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ এই কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করতে হবে। তবে বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে মন্তব্য করেছেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। তিনি আজাদীকে বলেন, তারা আমার সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে না পেরে এ পথ বেছে নিয়েছে। যে ছবির কথা বলা হয়েছে, এডিট করা একটা ছবি৷

পূর্ববর্তী নিবন্ধসুদান থেকে বিশেষ ফ্লাইটে ১৭৬ বাংলাদেশি জেদ্দায়
পরবর্তী নিবন্ধআম পেড়ে খাওয়া হলো না যুবকের