চবি এলামনাই ১ম পুনর্মিলনীর নিবন্ধন ডাইরেক্টরি বিতরণ শুরু হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব ফেনীর পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক মনসুর উদ্দিন খানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল কার্যালয় থেকে তাদের ডাইরেক্টরি সংগ্রহ করেন। এ সময় আয়োজিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান হারুন, কার্যকরী সদস্য এড. মোহাম্মদ শামীম, সহ দপ্তর সম্পাদক দাউদ আব্দুল্লাহ লিটন, প্রচার সম্পাদক মোহম্মদ শাহজাহান চৌধুরী, একুশ ব্যাচের এলামনাই শফিকুল ইসলাম স্বপন, মহিউদ্দিন বাদল প্রমুখ। ফেনী ক্লাবের পক্ষ থেকে শুকদেব নাথ ও মনসুর উদ্দিন খান ডাইরেক্টরি গ্রহণ করেন। উল্লেখ্য, চট্টগ্রাম চারুকলায় চবি এলামনাই কার্যালয়ে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত নিবন্ধিত এলামনাইদের ডাইরেক্টরি গ্রহণের ব্যবস্থা চালু আছে। প্রেস বিজ্ঞপ্তি।