চবিতে শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা

| সোমবার , ১৩ জুন, ২০২২ at ৯:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে কর্মকর্তাদের শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা গতকাল রোববার চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাশ রুমে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান। কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ ও দর্শন বিভাগের প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ ওমর ফারুক এবং ড. মো. আফতাব উদ্দীন। অনুষ্ঠানে আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী উপস্থিত ছিলেন।উপ-উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কর্মকর্তাদের ভূমিকা অনস্বীকার্য। তিনি কর্মকর্তাদেরকে সততা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করে এ বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট হওয়ার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি এলামনাই পুনর্মিলনীর নিবন্ধন ডাইরেক্টরি বিতরণ শুরু
পরবর্তী নিবন্ধভ্যাট আদায়ে কর্মকর্তাদের মনোযোগী হওয়ার জন্য নির্দেশনা