চবি উপাচার্যের দুটি বইয়ের মোড়ক উন্মোচন

| শনিবার , ২৮ মে, ২০২২ at ৮:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার রচিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ এবং ‘৭ই মার্চের ভাষণ : একটি জাতির কথামালা’ বইয়ের মোড়ক উন্মোচন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে ‘তৃতীয় চোখ’র আয়োজনে মোড়ক উন্মোচন করা হয়। চবি শিক্ষক অধ্যাপক ড. মহীবুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। প্রধান আলোচক ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কথাসাহিত্যিক অধ্যাপক ড. মোহীত উল আলম। বিশেষ আলোচক ছিলেন নাট্যব্যক্তিত্ব অভীক ওসমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তৃতীয় চোখ সম্পাদক ও প্রকাশক আলী প্রয়াস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. সুমন হায়াত। কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, বঙ্গবন্ধু হলেন ইতিহাসের মহানায়ক। বাঙালির স্বপ্নসাধনার জাতিপুত্র। তিনি নিজেই ইতিহাসের জন্ম দিয়েছেন তাঁর নিরন্তর সংগ্রামের মাধ্যমে। ইতিহাস মানে হলো তথ্যের বিশ্লেষণ। স্মৃতি নির্ভর ও দর্শন নির্ভর ঘটনা যদি বিশ্লেষণ করা যায়, তাহলে ইতিহাস তৈরি হয়। বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণটি ছিল স্বতঃস্ফূর্ত একটি ভাষণ। অথচ এ ঐতিহাসিক ভাষণটি ছিলো সম্পূর্ণ অলিখিত। কথাগুলো ছিলো বঙ্গবন্ধুর মনের কথা। বঙ্গবন্ধুর সেদিনের ১৮ মিনিটের ভাষণ স্বাধীন বাংলাদেশ নির্মাণে অনন্য ভূমিকা রেখেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাকরির ধরন বুঝে নিতে হবে প্রস্তুতি
পরবর্তী নিবন্ধগোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন