চাকরির ধরন বুঝে নিতে হবে প্রস্তুতি

ইস্ট ডেল্টায় ‘ইন্টার্নশিপ রঁদেভূ’ কর্মশালা

| শনিবার , ২৮ মে, ২০২২ at ৮:৩৪ পূর্বাহ্ণ

শিক্ষার্থীরা চাকরির আগেই কর্মজীবনের অভিজ্ঞতা অর্জনের জন্য মুখিয়ে থাকে। এক্ষেত্রে ইন্টার্নশিপ একটি সুবর্ণ সুযোগ। নিজের অপূর্ণতা ও সক্ষমতা সম্পর্কে জানা যায় ইন্টার্নশিপে, পাওয়া যায় কর্মক্ষেত্রের পরিবেশ। ইন্টার্নশিপের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করে তুলতে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি আয়োজন করেছিল ‘ইন্টার্নশিপ রঁদেভূ’ শিরোনামে এক কর্মশালা। গত ২৬ মে ইডিইউ স্থায়ী ক্যাম্পাসের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন শেঠ প্রপার্টিজের ডিরেক্টর সারিস্থ বিনতে নূর এবং ইউনিলিভারের সিনিয়র টেরিটরি ম্যানেজার সাঈদুর রহমান। প্রতিযোগিতাপূর্ণ চাকরির বাজারে প্রবেশের জন্য শিক্ষার্থীরা কিভাবে নিজেকে প্রস্তুত করে তুলবে কর্মশালায় এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়। সিভি ও কভার লেটার লেখা থেকে শুরু করে জব ইন্টারভিউর নানা খুঁটিনাটি বিষয় উঠে আসে এ আলোচনায়। বক্তারা বলেন, চাকরিতে প্রবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ইন্টারভিউ। ইন্টারভিউতে পজিটিভ থেকে চাকরিদাতাদের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে হবে। চাকরির ধরন বুঝে নিজের প্রস্তুতি নিতে হবে। এতে উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির নেটওয়ার্কিং এন্ড প্লেসমেন্ট সেলের কর্মকর্তাগণ। তারা গ্র্যাজুয়েটদের ইন্টার্নশিপ ও চাকরিপ্রাপ্তি নিশ্চিত করতে কাজ করেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধখেলাঘর উত্তর জেলা রাঙ্গুনিয়া ও চন্দ্রঘোনায় সাংগঠনিক সফর
পরবর্তী নিবন্ধচবি উপাচার্যের দুটি বইয়ের মোড়ক উন্মোচন